Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপ-পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা গতকাল ২রা মার্চ পাংশা শহরস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদের সভাপতি কমরেড ইদ্রিস আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ড্রাইভার বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসান রতন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, বাসে পেট্রোল ঢেলে-জ্বালাও-পুড়াও করে মানুষ হত্যা করার কারণে খালেদা জিয়ার নাম হয়েছিল আগুনে বিবি। বর্তমানে দুর্নীতির মামলায় তার সাজা হয়েছে। সে এখন কারাগারে। দুর্নীতি করলে যা হওয়ার তাই হয়েছে। দুর্নীতি করলে কেউই রেহাই পায় না।
তিনি বলেন, বিগত বিএনপির দুঃশাসনের কথা মানুষ ভুলে যায় নাই। মানুষ হত্যা, চাঁদাবাজী, রাস্তার গাছ কাটা, পুকুরের মাছ লুট, মানুষকে হাতুড়ী পেটা করা বিএনপির এমন সব সন্ত্রাসী কর্মকান্ড মানুষের অজানা নয়। তখন কৃষকরা সার পায় নাই। সারের জন্য মানুষ গুলি খেয়েছে।
এমপি জিল্লুল হাকিম আরো বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কৃষকরা সুলভ মূল্যে সার পাচ্ছে। বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা সবই শেখ হাসিনার সরকার চালু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানেই উন্নয়নের সরকার। আর খালেদা জিয়ার সরকার মানেই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজী।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার-বারবার দরকার। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং নৌকার বিজয়ের জন্য শ্রমিকদের কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডলসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলের দ্বিতীয় পর্বে কমরেড ইদ্রিস আলী বাবুকে সভাপতি ও আবু হাসান রতনকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পাংশা উপ-পরিষদের একটি কমিটির নাম ঘোষণা করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।