Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া পতিতালয় থেকে ৯৭০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল ২রা মার্চ সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ী থেকে থেকে ৯৭০পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২লক্ষ ৩হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ীর ভাড়াটিয়া মৃত দোনাই খানের ছেলে এলেম খান(৪২) ও দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে মেজেক শেখ ওরফে মিলন(২২)।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, আমাদের কাছে তথ্য ছিল দৌলতদিয়া পতিতালয়ের মধ্যে মজি ফকিরের বাড়ীতে মাদকের বড় চালান নিয়ে দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী রেইডিং টিম গঠন করে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়ীতে অভিযান চালানো হয়।
এ সময় ওই বাড়ী থেকে ৯৭০পিস ইয়াবা উদ্ধার করাসহ এলেম ও মিলনকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ২লক্ষ ৩হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা দৌলতদিয়া পতিতালয়ে মাদকের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩লক্ষ টাকা। এ বিষয়ে গোয়ালন্দ থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।