॥স্টাফ রিপোর্টার॥ দুই দিনের সরকারী সফরে আজ ২রা মার্চ রাজবাড়ীতে আসছেন এ জেলার কৃতি সন্তান ও ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল ৩রা মার্চ সাড়ে ৯টায় কালুখালী উপজেলার ও বেলা ১১টায় পাংশা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিকাল ৪টায় জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদানের পর রাজবাড়ী সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে পরদিন ৪ঠা মার্চ সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
দু’দিনের সফরে আজ রাজবাড়ীতে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার
