Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজবাড়ীতে ডিসির নিকট বিএনপি’র দুই গ্রুপের পৃথক স্মারক লিপি

॥স্টাফ রিপোর্টার॥ খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী গতকাল ১৮ই ফেব্রুয়ারী রাজবাড়ীর জেলা প্রশাসকের নিকট পৃথকভাবে গণস্বাক্ষরের কপি প্রদান করেছে জেলা বিএনপির দুই গ্রুপ।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম-সাবু গ্রুপ এবং দুপুরে সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে খালেক-হারুন গ্রুপ জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট পৃথকভাবে গণস্বাক্ষরের কপি প্রদান করে।
খৈয়ম-সাবু গ্রুপ ঃ রাজবাড়ী জেলা বিএনপির খৈয়ম-সাবু গ্রুপের গণস্বাক্ষরের কপি জমা দেয়ার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম আনসারী, এডঃ আসাদুজ্জামান লাল, এডঃ এম.এ গফুর, এডঃ লিয়াকত আলী বাবু, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেক-হারুন গ্রুপ ঃ রাজবাড়ী জেলা বিএনপির খালেক-হারুন গ্রুপের গণস্বাক্ষরের কপি জমা দেয়ার সময় জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ রবিউল আলম, যুগ্ম-সম্পাদক এডঃ কাজী আব্দুল বারী ও গোলাম কাশেম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুল মাজেদ, জেলা বারের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এডঃ আব্দুর রাজ্জাক ও যুবদল নেতা রেজাউল করিম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় গ্রুপই গণস্বাক্ষরের কপি জমা দেয়ার সময় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে প্রেরণকে নির্বাচন থেকে বিএনপিকে রাখতে সরকারের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবীর জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকে দল আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবী করা হলেও গতকাল রবিবার পৃথকভাবে গণস্বাক্ষরের কপি প্রদানের ঘটনা প্রমাণ করে স্থানীয়ভাবে বিএনপি আদৌও ঐক্যবদ্ধ নেই। তাদের অনৈক্য ও বিভক্তি সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামসহ আগামী জাতীয় নির্বাচনেও বিরূপ প্রভাব ফেলবে বলে সচেতন মহল মনে করে।