॥বিশেষ প্রতিনিধি॥ ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মদিন ও ড.এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১৬ই ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও ৮ম আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড.এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম ফরহাদুল কবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আফজাল হোসেইন, মোঃ নূরুল ইসলাম সুজন, মোহাম্মদ ইসমাইল ও শ্রী অম্বর মুখার্জী। অনুষ্ঠানে দেশী-বিদেশী ৫জন গুণী ব্যক্তিকে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত গুনীজনেরা হলেন ঃ বিজ্ঞান গবেষক ড. এম.এ সোবহান(মরণোত্তর), অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল-ইসলাম, সফল ফুটবল কোচ সঞ্জয় কুমার ব্যানার্জী (ভারত), ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবং সমাজসেবক অনুপম বড়াল(ভারত)।