Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার কলিমহর ইউপিতে ম্যাটস’র নির্মাণাধীন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির হাটবনগ্রামে গতকাল শনিবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর নির্মাণাধীন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে ভিত্তি প্রস্তর নামফলক উন্মোচন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ডিডিসি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরীর প্রতিষ্ঠাতা একেএম রফিক উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস।
অনুষ্ঠানের উদ্বোধক রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনসাধারণের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ম্যাটস প্রতিষ্ঠার ফলে অত্র অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। দেশে কর্মসংস্থান সৃষ্টির ফলে অপরাধ প্রবণতা কমেছে।
তিনি বলেন, বিএনপির সময়ে মানুষ সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজীতে অতিষ্ঠ ছিল। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করার কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই দুর্নীতির মামলায় জেল হওয়ার পর খালোদা জিয়ার জন্য কেউ তার জন্য মাঠে নামে নাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিডিসি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক, কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন ও তাঁর সহধর্মিনী নিলুফার রফিক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুল আলম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন পাতা।
অনুষ্ঠানে এমপি জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।