Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে রাজবাড়ী জেলা আ’লীগের সভা অনুষ্ঠিত

॥কাজী আব্দুল কুদ্দুস বাবু॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল ১০ই ফেব্রুয়ারী দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি’র পরিচালনায় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মোঃ আব্দুস সাত্তার মিয়া, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, ডাঃ শেখ আব্দুস সোবহান, যুগ্ম-সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মহসীন উদ্দিন বতু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়ার আলী, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, প্রচার সম্পাদক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, পাংশা পৌরসভার মেয়র মোঃ মাসুদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফি ও সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভার পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি জেলা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সভার শুরুতে নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম,এমপি। পরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ অনান্য নেতৃবৃন্দরাও তাকে ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় আগামী ২৪শে ফেব্রুয়ারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের রাজবাড়ী সফরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, কমিটি গঠনসহ দুর্নীতি মামলায় আদালতের রায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় কারাগারে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজপথে বিএনপির যেকোন অগণতান্ত্রিক কর্মকান্ড ও কর্মসূচী প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানানো হয়। এছাড়াও সভায় সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।