॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমি ভবনের নির্মাণ কাজ গতকাল শনিবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম খাজা, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দিদার উল্লাহ, সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ শামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গনেশ নারায়ন চৌধুরী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিনয় কুমার বিশ্বাস, সহকারী প্রকৌশলী অরুনাভ রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ফলক উন্মোচনের পর আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়। পরে কোদাল দিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন।
রাজবাড়ী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমী ভবন নির্মাণ হবে।