॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৩রা ফেব্রুয়ারী বেলা সাড়ে ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ওয়াহেদ খান(৫৫) এবং পার্শ্ববর্তী সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে টুটুল মোল্লা(৩৮)। তারা দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর পূর্বক র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে বসন্তপুর ইউপির মেম্বারসহ ২জন ইয়াবাসহ গ্রেফতার
