Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে রাজবাড়ী পৌরসভায় দ্বিতীয় দিনে কর্মবিরতি॥বিক্ষোভ মিছিল

॥শিহাবুর রহমান॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবীতে কর্মবিরতির দ্বিতীয় দিনে শহরে বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল ২৯শে জানুয়ারী বেলা ১১টায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার ডাকে এ কর্মসূচী পালন করেন তারা।
মিছিলটি রাজবাড়ী পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া পলাশ জানান, রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতনভাতার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী পৌরসভায় ৩দিনের কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতি চলাকালে পানি সরবরাহ ব্যতিত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
দ্বিতীয় দিনের কর্ম বিরতি চলাকালে রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আঃ রব, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক মোঃ শহিদুল হক, দপ্তর সম্পাদক শেখ রহমান আলী, সদস্য আঃ খালেক নাদু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীনসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।