॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ১লা জানুয়ারী ইংরেজী নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব-২০১৭ উদযাপিত হয়েছে।
কাজী আব্দুল মাজেদ একাডেমী ঃ পাংশা শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমীতে প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলীর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। অনুষ্ঠানে পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন শেখ, মোঃ আফসার উদ্দিন বিশ্বাস ও পাংশা চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ জিলহাজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।
আইডিয়াল কিন্ডার গার্টেন ঃ পাংশা শহরের আইডিয়াল কিন্ডার গার্টেনে অধ্যক্ষ নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে শেখ মুহম্মদ সবুর উদ্দিন, অশোক পাল ও অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ পাংশা শহরের কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাপ জান নেছার সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা থানার অফিসার ইনচার্জ এস.এম শাহজালাল, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান ও অধ্যাপক রাশেদুল ইসলাম তপন বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা শিক্ষা অফিস ঃ পাংশা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাংশার এসিল্যান্ড মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী), উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইমদাদুর রহমান তালুকদার ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ।