॥স্টাফ রিপোর্টার॥ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় গতকাল ১লা জানুয়ারী সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া জামে মসজিদে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উদ্যোগে বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ও রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সামাদ মজনু।
ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার সুধীজন, শিক্ষার্থীদের অভিভাবক ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে নৈতিক ও ইসলামী শিক্ষা প্রদান করতে পারলে তারাই একদিন সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সৃষ্টি করেছেন। তার সৃষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে বই-শ্লেট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে টিফিন বক্স প্রদান করা হচ্ছে তা শিক্ষার্থীদের শিক্ষা কেন্দ্রে আসতে উৎসাহিত করবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছোট বাচ্চাদের নিয়মিত শিক্ষা কেন্দ্রে পাঠাবেন এবং এই টিফিন বাটিতে বাচ্চাদের টিফিন দিয়ে দিবেন। বাচ্চারা ঠিকমতো খাওয়া-দাওয়া করলে তাদের স্বাস্থ্য ও মন ভাল থাকে। দু‘য়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিনোদপুরেশিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক ও টিফিনবক্স বিতরণ
