Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারকে জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষ থেকে গত ২৮শে ডিসেম্বর বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফরিদ আলী মোল্লা, সহ-সভাপতি মহসীন মৃধা ও ইমতিয়াজ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউর রহমান জকি, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শাকিল ও খালেদ হোসেন উজ্জল, শিল্প বিষয়ক সম্পাদক সুমন এবং কার্যকরী সদস্য রাজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন