Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতুর দাবীতে অধিকারমুখী পদযাত্রা

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতুর দাবীতে গতকাল শনিবার অধিকারমুখী পদযাত্রা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে শুরু করে পদযাত্রাটি দৌলতদিয়া ঘাটে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েক শত মানুষ অংশগ্রহণ করে।
সুস্থ্য শহরের সুনাগরিক রাজবাড়ীর আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে পদযাত্রা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নারী-পুরুষ, স্কুল-কলেজ শিক্ষার্থীসহ বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শত মানুষ। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে যাত্রা বিরতি দেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক সভাপতি নাজমুল হাসান, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন আপন শিল্পী গোষ্ঠির সভাপতি মোঃ মজনু, সমকাল সহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সেলিনা বিলকিস।
পদযাত্রাটি গোয়ালন্দ মোড় এলাকায় এসে দ্বিতীয় দফা যাত্রা বিরতি দেয়। সেখানে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি বিশ্বজিৎ সরকার ও রাজবাড়ীর ডিবেট এসোসিয়েশনের সালমান সাকিব নবেল প্রমুখ।
পদযাত্রাটি পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছলে স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণে ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা স্বাগত জানান। সেখান থেকে দুপুর একটার দিকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড পৌছলে রাবেয়া ইদ্রিস ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আউয়াল আনোয়ার তাদের স্বাগত জানান। পদযাত্রাটি বেলা সোয়া দুইটায় দৌলতদিয়া ঘাট টার্মিনালে পৌছে। সেখানে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, পদযাত্রার প্রধান সমন্বয়ক, ডিভেট এসোসিয়েশনের সভাপতি মেজবাউল করিম রিন্টু, জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সৌরভ পাল, জেলা যুব মৈত্রীর সাংস্কৃতিক সম্পাদক সুমন আহম্মেদ, একজ জাগরণের আরিফ হীরা ও ফকির পলাশ প্রমুখ।