॥তন্ময় বিশ^াস॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আজ ৪ঠা জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন।
এ উপলক্ষে গতকাল ৩ঠা জানুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবাহান।
সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আ’লীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য দেন। এ সময় জেলা আওয়ামী লীগের হেদায়েত আলী সোহরাব, এডঃ গনেশ নারায়ন চৌধুরী, যুগ্ম-সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ উজির আলী শেখসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ঢাকা থেকে সরাসরি টুঙ্গীপাড়ায় যাবেন এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজবাড়ী থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।
আজ টুঙ্গীপাড়ায় যাচ্ছেন প্রতিমন্ত্রী এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী জেলা আ’লীগের নেতৃবৃন্দ
