Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার ল্যাংড়া ইদ্রিস গ্রেফতার॥অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম বাজার এলাকা থেকে গত ২৩শে ডিসেম্বর রাত ৯টার দিকে অপহরণ ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী এবং চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক রি অরগানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম)-এর আঞ্চলিক কমান্ডার ইদ্রিস বেপারী ওরফে ল্যাংড়া ইদ্রিস (৫৬)কে পুলিশ গ্রেফতার করেছে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে একটি ওয়ানশুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ল্যাংড়া ইদ্রিস স্থানীয় ফজের ব্যাপারীর ছেলে।
গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, ইদ্রিস বেপারী ওরফে ল্যাংড়া ইদ্রিস চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক রি অরগানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম)-এর আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ থানায় অপহরণ ও হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। সম্প্রতি একটি হত্যা মামলায় সে ৯মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হয়ে আসে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানীজারী হলে গত ২৩শে ডিসেম্বর রাত ৯টার দিকে নবগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে তার স্বীকারোক্তিতে নবগ্রাম কেন্দ্রীয় মসজিদের পাশে একটি কাঠের স্তুপের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় এস.আই জাহিদুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে ল্যাংড়া ইদ্রিসের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছেন।