॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ছোট মেয়ে সালমা চৌধুরী রুমা গতকাল ৩০শে ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের ড্রাইস ফ্যাক্টরী ও পাঁচুরিয়াসহ বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।
এ সময় মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর বড় ছেলে মোঃ সেলিম চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যগণ এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল উপস্থিত ছিলেন।
তিনি কম্বল বিতরণকালীন সময়ে তার বাবা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া চান।
রাজবাড়ীর বিভিন্ন স্থানে সালমা চৌধুরী রুমার শীতবস্ত্র বিতরণ
