॥আবুল হোসেন॥ গতকাল শুক্রবারও ভোররাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরী চলাচলে বিঘœ সৃষ্টি হয়।
ভোর পাঁচটা থেকে অতিমাত্রায় কুয়াশার কারণে এই নৌপথে ফেরীসহ সকল নৌযান বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘন্টা পর নৌযান চালু হলেও উভয় ঘাটে আটকা পড়ে কয়েক’শ যানবাহন।
বিআইডব্লিুউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশার কারণে গতকাল শুক্রবার ভোর পাঁচটা থেকে ফেরী চলাচল বন্ধ হয়ে পড়ে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় তিনটি ফেরী মাঝ নদীতে আটকা পড়ে। ফেরীতে অর্ধশতাধিক বিভিন্ন ধরনের যানবাহন ছিল। যাত্রী ছিল সহস্রাধিক।
শীত ও কুয়াশায় আটকে থাকা যাত্রী সাধারণ দুর্ভোগ পোহান। প্রায় এক ঘন্টা পর ছয়টার দিকে কুয়াশা কিছুটা কম দেখে কর্তৃপক্ষ ঘাট থেকে দুইটি ফেরী ছাড়লেও প্রায় পনের মিনিট পর মাঝ নদীতে গিয়ে আটকা পড়ে। চারদিকে কুয়াশাচ্ছন্ন হলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে পুনরায় ফেরী চলাচল বন্ধ করে দেয়। বেলা সাড়ে নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরী চলাচল স্বাভাবিক হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে চারটি এবং পাটুরিয়া ঘাট প্রান্তে সাতটি ফেরী নোঙ্গর করে ছিল। নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। দৌলতদিয়া ঘাট প্রান্তে তিন কিলোমিটার জুড়ে লম্বা লাইনে অন্তত পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। নদী পারের জন্য দুই ঘাটে দীর্ঘক্ষণ আটকে থাকায় শত শত যাত্রী বাসে বসে থাকতে অনেক যাত্রী ক্লান্ত হয়ে পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, এই রুটে ছোট-বড় ১৬টির মধ্যে ফেরী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান লাইট সমস্যায় রাতে চলতে পারে না। বাকি ১৫টির মধ্যে ইউটিলিটি ফেরী মাধবীলতা প্রায় নয় মাস ধরে বিকল হয়ে বসে আছে।