Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্যের উপর পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ নেসলে নিউট্রেশন ইনস্টিটিউট বাংলাদেশ-এর আয়োজনে সারা দেশে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজনের অংশ হিসেবে গতকাল ৩০শে ডিসেম্বর রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার(হেডকোয়াটার) মোঃ আসাদুজ্জামান ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফা, নেস্লে বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার অরুন কুমার কুন্ডু, পুষ্টি বিজ্ঞান মেলার কল্পলোক বুথের ডাঃ মোঃ সাকির হোসেন, মাতৃনগর বুথের পুষ্টিবিদ ফারিয়া সুলতানা, পুষ্টিবিদ শামীমা আকন শাম্মি, ঘুমগাও বুথের পুষ্টিবিদ তাহমিনা আক্তার সেতু, নেস্লে বাংলাদেশের স্থানীয় পরিবেশক মোঃ আলমগীর হোসেন এবং প্রশিক্ষণ নিতে আসা ১০০ জন মা ও শিশু স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, বায়োস্কোপ, পুষ্টি বিষয়ক কুইজসহ নানা কার্যক্রমের মাধ্যমে অংশ গ্রহণকারী নার্সদের গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেওয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্য বিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ গত ৮ই অক্টোবর ঢাকার শাজাহানপুর রেলওয়ে কলোনী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নেস্লে বাংলাদেশের ‘হাজার দিনের পথচলা’ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনীর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য ও শিশুর ভবিষ্যৎ বিকাশের উপর সচেতনতা বৃদ্ধির জন্য নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট(এনএনআই) দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের একটি বিশেষ বাহন(ক্যারাভান) ও প্রশিক্ষিত ডাক্তার ও পুষ্টিবিদ দ্বারা ৬৬দিনব্যাপী পরিভ্রমন করে পুষ্টি বিজ্ঞান মেলার মাধ্যমে বাংলাদেশের ১০০০ জন নার্সদের প্রশিক্ষণ প্রদান করছে। যার অংশ হিসেবে ৬৩টি নম্বর জেলা হিসেবে গতকাল ৩০শে ডিসেম্বর রাজবাড়ী জেলার ১০০জন নার্সকে মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নেস্লে বাংলাদেশ-এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।