॥রঘুনন্দন শিকদার॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুরে গতকাল ৩০শে ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জেরে ধরে দিনমজুর রহিম শেখের গম ক্ষেত ধ্বংস করেছে প্রতিপক্ষের লোকজন।
ক্ষতিগ্রস্ত রহিম শেখ জামালপুর ইউনিয়নের ইয়াকুব আলীর পুত্র। এ ঘটনায় বালিয়কান্দি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
দিনমজুর রহিম শেখ জানায়, একই গ্রামের সেলিম মন্ডল, রেজাউল মন্ডল, কামাল শেখ ও বাচ্চু শেখ জমি-জমা সংক্রান্ত বিরোধ থাকায় আমার ১১শতাংশ জমির গম ক্ষেত পাওয়ার টিলার দিয়ে চাষ করে ব্যাপক ক্ষতি করেছে। এ মাসেই স্থানীয় গ্রাম্য শালিসে সিদ্ধান্ত হয় যে, ২২৫০ নং দাগের ওই ১১ শতাংশ জমি সে ভোগ-দখল করবে। সেই সিদ্ধান্ত মোতাবেক সে ওই জমিতে গম বুনে এবং পরিচর্যা করতে থাকে। হঠাৎ সেই জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে ফসল নষ্ট করে দেয়া হয়।
রহিম শেখের পিতা বলেন, এভাবে ফসল নষ্ট করা উচিত হয়নি। প্রয়োজনে আবার শালিসে বলে বিষয়টি সমাধান করা যেত।
বালিয়কান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম জানান, গম ক্ষেত নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জামালপুরে পূর্ব শত্রুতার জেরে গমের ক্ষেত ধ্বংস
