Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খুলনায় এপিবিএন-এর পৃথক অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা॥ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ ৩আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) খুলনা’র অপস্ এন্ড ইন্টেলিজেন্স টিমের পৃথক অভিযানে গত ১২ই ডিসেম্বর খুলনা মহানগরীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন), খুলনা’র অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ সাজ্জাদুর রহমান রাসেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস.আই মোঃ রেজাউল কবিরের নেতৃত্বাধীন ফোর্স, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও শিকদার শাহীনুর আলম এবং পরিবেশ অধিদপ্তর খুলনা’র সহকারী পরিচালক শেখ মোঃ মোস্তফার সমন্বয়ে একটি টিম বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার গোলাম রহমানের নেতৃত্বে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন), খুলনা’র অপস্ এন্ড ইন্টেলিজেন্সের একটি টিম বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা মহানগরী দৌলতপুর থানার দক্ষিণ পাবলা এলাকার কেশবলাল রোডের বায়তুল আকসা জামে মসজিদের পাশ থেকে ১৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রিত ৬৭০ টাকাসহ সোহেল(৩৪) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। সে ওই এলাকার তৈয়বুর রহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত টাকাসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর পূর্বক ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।