Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জেডিসিতে ১৩ মাদরাসার শতভাগ পাসের সাফল্য অর্জন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এ বছর জেডিসিতে ২৫টি মাদরাসার মধ্যে ১৩টি মাদরাসা শতভাগ পাসের সাফল্য অর্জন এবং ১২টি মাদরাসার মোট ৩১জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
জানাগেছে, মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা, নাদুরিয়া সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদরাসা, হলুদবাড়ীয়া দাখিল মাদরাসা ১জন জিপিএ-৫, পরানপুর দাখিল মাদরাসা ১জন জিপিএ-৫, রূপিয়াট ইয়াছিনিয়া দাখিল মাদরাসা ১জন জিপিএ-৫, তারাপুর দাখিল মাদরাসা, বয়রাট মাজাইল ফাজিল মাদরাসা ৬জন জিপিএ-৫, ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা ১জন জিপিএ-৫, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসা ১জন জিপিএ-৫, বহলাডাঙ্গা খামারডাঙ্গা দাখিল মাদরাসা, সত্যজিৎপুর দাখিল মাদরাসা, জীবননালা পীরবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা ও সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসা ৩জন জিপিএ-৫সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
এছাড়াও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় ১জন জিপিএ-৫সহ ৪২ জনের মধ্যে ৪০ জন পাস, মৈশালা দাখিল মাদরাসায় ৩২ জনের মধ্যে ২৯ জন পাস, পাংশা প্রপার দাখিল মাদরাসায় ২জন জিপিএ-৫সহ ৫৬ জনের মধ্যে ৫৪ জন পাস, পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা ৫জন জিপিএ-৫সহ ৩৩ জনের মধ্যে ৩১ জন পাস, কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদরাসায় ৩৫ জনের মধ্যে ৩৩ জন পাস, সেনগ্রাম ফাজিল মাদরাসায় ৩ জন জিপিএ-৫সহ ৩৫ জনের মধ্যে ৩৪ জন পাস, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসায় ৩২ জনের মধ্যে ২৯ জন পাস, গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসায় ৬ জন জিপিএ-৫সহ ৩৬ জনের মধ্যে ৩৫ জন পাস, পাংশা শাহজুঁই (রাঃ) কামিল মাদরাসায় ৪১ জনের মধ্যে ৩২ জন পাস, নওপাড়া দাখিল মাদরাসায় ৩২ জনের মধ্যে ৩১ জন পাস, পারভেল্লাবাড়ীয়া দাখিল মাদরাসায় ২৯ জনের মধ্যে ২৭ জন পাস, সমসপুর দাখিল মাদরাসায় ৪৭ জনের মধ্যে ৪৪ জন পাস করেছে। মোট ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১জন, মোট পাসের হার ৯৬.১৮%।