॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-গোয়ালন্দ মোড় সড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় গতকাল ৭ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বেপরোয়াভাবে ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি লোকাল বাস ব্রীজের নীচের খালে পড়ে যায়। এতে বাসটির প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহতদের অনেককে রাজবাড়ী সদর ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে রাজবাড়ীর দিকে ছেড়ে আসা আর.জি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি (খুলনা-মেট্রো-ব-০২-০০০৬) কামালদিয়া ব্রীজের কাছাকাছি এসে দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নীচের খালে পড়ে যায়। এতে সকল যাত্রীই কম-বেশী আহত হয়। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সাথে উদ্ধার কাজ চালায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আক্তার চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছি। বাসটি তল্লাশী করে দেখেছি কেউ নাই। ক্রেন দিয়ে উঠানোর পর দেখা যাবে বাসের নীচে কেউ আছে কি-না।
আহতদের মধ্যে কয়েকজন বাসযাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঃ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আশিকুর রহমান(২০), ধুঞ্চি গ্রামের মেহেদী হাসানের স্ত্রী তানিয়া(৩০), কল্যাণপুর গ্রামের মৃত আফতাব সেখের ছেলে মিন্টু(৩০), রূপপুরের আব্দুল বিশ্বাসের স্ত্রী আমেনা বেগম(৭০), পারভেজ(১২), নরায়েল গ্রামের মৃত সুধা রঞ্জনের স্ত্রী মিনতি(৭০), গোয়ালন্দ মোড় এলাকার জেসমিন(২০), সাহেদা বেগমের ছেলে শামীম(২৪), রাজাপুর গ্রামের আসিফ খান(১৭), ভবদিয়া গ্রামের অনন্যা(২০), পাংশা উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের মতিনের ছেলে আশিক, মাঝবাড়ী ইউনিয়নের বাগুবাড়ী গ্রামের জুয়ান হোসেনের ছেলে হাসান(৩০), বালিয়াকান্দি উপজেলার ছেলে রাজীব(২৪), ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল সামাদ(৫৮), রবিউল ইসলামের ছেলে তুহিন(১৭), মুরাদ মিয়ার স্ত্রী মমতাজ বেগম(৩০), ঝিলটুলির জাহাঙ্গীর আলমের স্ত্রী ফাতেমা বেগম(৫০) ও পাবনা জেলার সাথিয়া গ্রামের কানু প্রামানিকের মেয়ে বানু (৩০)।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেক হাসপাতালে আহতদের ধেখতে যান এবং চিকিৎসার খোঁজ নেন।