॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির স্বর্ণগড়া গ্রামের দরিদ্র পরিবার হাবিবুর রহমান মন্ডলের বাড়ীর গোয়াল ঘরে গত ১৮ই নভেম্বর রাতে সৃষ্ট অগ্নিকান্ডে ২টি গাভী মারা গেছে।
সেই সাথে অগ্নিকান্ডে দোচালা টিনের গোয়াল ঘরের ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ২টি গাভী মারা যাওয়ায় দরিদ্র পরিবারটি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা টের পেয়ে বাড়ীর লোকজন শোর চিৎকার করেন। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরের ২টি গাভী মারা যায়। কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা হাবিবুর রহমান মন্ডল জানান, তিনি খুবই দরিদ্র মানুষ। ব্র্যাক থেকে ঋণ নিয়ে গাভী কিনে পালন করছিলেন তিনি। একটি গাভী বাছুর প্রসবের উপযুক্ত ছিল। ক্ষতি পুষিয়ে উঠাসহ সাংসারিক ব্যয়ভার বহন করা নিয়ে হতাশার কথা ব্যক্ত করেন তিনি। অগ্নিকান্ডের ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস এবং মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীতে যান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।