শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার পর তেলের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

॥আন্তর্জাতিক ডেস্ক॥ সৌদি আরবের দু’টি তেলক্ষেত্রে হামলার পর গতকাল সোমবার তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলক্ষেত্রে হামলায় ইরানকে দায়ী করে বলেছেন, দেশটির ওপর সামরিক হামলার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় মালিকানাধীন জায়ান্ট কোম্পানী আরামকোর দু’টি তেলকেন্দ্রে হামলার পর এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি ১০.৬৮ শতাংশ দাম বাড়িয়ে ৬০.৭১ ডলার এবং ব্রেন্ট ব্যারেল প্রতি ১১.৭৭ শতাংশ বাড়িয়ে ৬৭.৩১ ডলার করেছে।
প্রতিবেশি দেশ ইয়েমেনে তেহরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের এ হামলায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ৬ শতাংশ কমে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার বলেন, যুক্তরাষ্ট্র এ হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন বাজারে জ্বালানির ভাল সরবারহ বজায় রাখা নিশ্চিত করতে আমাদের অংশীদার ও মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে।’
তিনি আরো বলেন, ‘ইরান এ হামলার জন্য দায়ী।’
তবে ইরান তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখান করেছে। তবে এ বছরের গোড়ার দিকে বিভিন্ন তেল ট্যাঙ্কারে একের পর এক হামলার পর এ ধরনের খবর মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়ার আশংকাকে ক্রমেই জোরালো করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!