বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বীরশ্রেষ্ঠ রউফের বাড়ী-স্মৃতি জাদুঘরে যাওয়ার একমাত্র রাস্তাটি রক্ষার দাবী

  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

॥শাহ্ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর(সালামতপুর) গ্রামের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের বাড়ী ও স্মৃতি জাদুঘরে যাওয়ার একমাত্র রাস্তাটি মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
গত ২১শে আগস্ট সকালে কামারখালী ইউনিয়নের গন্ধখালীতে নদী ভাঙ্গন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বোন জোহরা বেগম, কামারখালী ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, এনামুল হক, আমিন উদ্দিন, জুয়েল মিয়া, সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এরই মধ্যে রউফনগরে যাতায়াতের একমাত্র সড়কটির প্রায় তিনশত মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ২০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে বিঘœ ঘটছে। দর্শনার্থীরা বীরশ্রেষ্ঠ রউফের বসতভিটা ও স্মৃতি জাদুঘর দেখতে এসে সেখানে যেতে পারছে না। এ অবস্থায় সড়কটি পুনঃনির্মাণসহ মধুমতি নদীর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের নিকট দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!