মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অতিরিক্ত ডিআইজি পদে রাজবাড়ীর সাবেক ৩জন পুলিশ সুপারের পদোন্নতি

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার সাবেক ৩জন পুলিশ সুপার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন ঃ এস.এম আইনুল বারী, জিহাদুল কবির,পিপিএম এবং সালমা বেগম পিপিএম-সেবা।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে এস.এম আইনুল বারী পুলিশের বিশেষ শাখা(এসবি) ঢাকার পুলিশ সুপার পদে, জিহাদুল কবির পিপিএম চাঁদপুরের পুলিশ সুপার পদে এবং সালমা বেগম পিপিএম-সেবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত রয়েছেন।
আজ ১৮ই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ১৩১৫ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের ২০জন পুলিশ সুপারকে কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে(গ্রেড-৪) এ পদোন্নতি প্রদান পূর্বক পৃথক অপর ১৩১৬ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পুলিশ অধিদপ্তরে ন্যস্ত এবং প্রস্তাবিত বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়।
তাদের মধ্যে এস.এম আইনুল বারীকে পুলিশের বিশেষ শাখা(এসবি) ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে, জিহাদুল কবির, পিপিএম’কে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে এবং সালমা বেগম পিপিএম-সেবা’কে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলী/পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে এস.এম আইনুল বারী বিগত ১৯/০৬/২০১০ হতে ১৪/০৭/২০১১ পর্যন্ত, জিহাদুল কবির, পিপিএম ১২/০৪/২০১৫ হতে ০৫/১১/২০১৬ পর্যন্ত এবং সালমা বেগম পিপিএম-সেবা ০৬/১১/২০১৬ হতে ০৫/০৩/২০১৮ইং তারিখ পর্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত অপর ১৭জন পুলিশ কর্মকর্তা হলেন ঃ নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি(চলতি দায়িত্বে) মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এস.এম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোঃ কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার(এসএসপি) প্রলয় চিসিম, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার(এসপি) মোঃ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার(এসপি) মোঃ গোলাম রউফ খান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার(এসপি) মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক(এআইজি) শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পলিশ কমিশনার(ডিসি) মিরাজ উদ্দিন আহম্মেদ, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার(এসপি) একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ সুপার(এসপি) শাহ মিজান শাফিউর রহমান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার(এসপি) মোল্যা নজরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এস.এম মোস্তাক আহমেদ খান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!