সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার ঘোষণাপত্র বাতিল

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ অনিয়মিত প্রকাশনা ও ঘোষণাপত্র অনুযায়ী নির্ধারিত ছাপাখানায় পত্রিকা মুদ্রণ না করা ও নির্ধারিত স্থান হতে প্রকাশ না করে ছাপাখানা ও প্রকাশনা(ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৯(৩)(খ) এবং ১০ ধারা লংঘন করায় রাজবাড়ী জেলা সদর থেকে আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিক সম্পাদিত “সাপ্তাহিক অনুসন্ধান” পত্রিকার ঘোষণাপত্র(ডিক্লারেশন) বাতিল করা হয়েছে।
গতকাল ৩১শে মার্চ রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে “সাপ্তাহিক অনুসন্ধান” পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নং-০৫.৩০.৮২০০.০২৪.১৩.০০১.১৮-৩৫৯, তাং-৩১/০৩/২০১৯ স্মারকের বাতিল আদেশে বলা হয়, গত ২৩/১১/১৯৮৭ তারিখে আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিক “ষ্টার প্রিন্টার্স” রাজবাড়ী থেকে সাপ্তাহিক অনুসন্ধান বাংলা সংবাদপত্র মুদ্রণ এবং মল্লিকবাড়ী ধুঞ্চি রাজবাড়ী ঠিকানা হতে প্রকাশিতব্য পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটের সামনে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন অনুযায়ী পত্রিকার প্রকাশিত প্রতিটি সংখ্যার ৪কপি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধন শাখায় নিয়মিত জমা দেয়ার বিধান থাকা সত্ত্বেও “সাপ্তাহিক অনুসন্ধান’’ পত্রিকার কোন সংখ্যা জুলাই, ২০১২ হতে জুন, ২০১৬ পর্যন্ত সময়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধন শাখায় জমা না দেয়ায় উক্ত অধিদপ্তর হতে গত ২০/৩/২০১৭ তারিখের এবিসি-প-৩/২৪/৮৮/১১৮৪নং স্মারকে পত্রিকার সম্পাদক/প্রকাশককে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করে। এছাড়াও পত্রিকার সম্পাদক ও প্রকাশককে জুলাই, ২০১২ হতে জুন, ২০১৩ পর্যন্ত সময়ের নিরীক্ষায় হাজির হওয়ার জন্য গত ০৩/১২/২০১৪ তারিখের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের এবিসি/প-৩/২৪/৮৮(অংশ-১)-৭২৯৯ নং স্মারকের পত্র মারফত অনুরোধ জানানো সত্ত্বেও নির্ধারিত সময়ে নিরীক্ষায় হাজির না হওয়ায় তৎপ্রেক্ষিতে উক্ত অধিদপ্তরের ০৫/০২/২০১৫, ২১/০৪/২০১৫ ও ০৭/০৩/২০১৬ তারিখের ৩টি তাগিদপত্রের কোন জবাব প্রদান না করা ও নিরীক্ষার জন্য কোন কাগজপত্র দাখিল না করায় পত্রিকার মিডিয়া তালিকাভূক্তি কেন বাতিল করা হবে না পত্র জারির ১৫দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য ১০/০৭/২০১৭ তারিখে উক্ত অধিদপ্তর হতে রেজিস্টার্ড ডাকযোগে প্রেরিত পত্রের জবাব না দেয়া এবং উক্ত অধিদপ্তরের নিবন্ধন শাখার প্রতিবেদন পরীক্ষান্তে পত্রিকার কপি জমা না হওয়াতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ০৮/০৮/২০১৭ খ্রিঃ তারিখের এবিসি-প-৩/২৪/৮৮(অংশ-১)/৩৭৭৬ নং স্মারকে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার মিডিয়া তালিকাভূক্তি বাতিল করা হয়।
এ প্রেক্ষিতে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে কি না সে বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ২১/০৬/২০১৮ তারিখে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১০/০৭/২০১৮ তারিখে তদন্ত প্রতিবেদনে তদন্তের সময় সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিক উপস্থিত হলেও চাহিত কোন তথ্যাদি প্রদান করেননি ও জুলাই, ২০১২ হতে প্রতিবেদন দাখিলের দিন পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হচ্ছে না মর্মে উল্লেখ করেছেন এবং উক্ত পত্রিকার কোন সংখ্যা জুলাই, ২০১২ হতে প্রতিবেদন দাখিলের দিন পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ীর কার্যালয়ে পাওয়া যায়নি মর্মেও উল্লেখ করেছেন।
বাতিলাদেশে আরো উল্লেখ করা হয়, যেহেতু, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের গত ০৮/০৮/২০১৭ তারিখের এবিসি-প-৩/২৪/৮৮(অংশ-১)/৩৭৭৬(৩) নং স্মারকে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার মিডিয়া তালিকাভূক্তি বাতিল হওয়া সংক্রান্ত নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটি গত জুলাই, ২০১২ হতে প্রতিবেদন দাখিলের দিন পর্যন্ত প্রকাশিত না হওয়া সংক্রান্ত মতামত ব্যক্ত করায় সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটি ৬মাসের অধিককাল প্রকাশিত না হওয়ার কারণে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৯ (৩)(খ) ধারা মোতাবেক পত্রিকাটির ঘোষণাপত্র কেন বাতিল করা হবে না মর্মে গত ১১/০৭/২০১৮ তারিখে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক/প্রকাশক আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিককে কারণ দর্শাতে বলা হয়।
উক্ত কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক/প্রকাশক বাবু মল্লিক গত ১৬/০৭/২০১৮ তারিখে লিখিত জবাব দাখিল করেন। উক্ত জবাব পর্যালোচনায় দেখা যায় যে, সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটি জুলাই, ২০১২ হতে অনিয়মিতভাবে প্রকাশিত হলেও তা কোনক্রমেই ০৬ মাসের অধিককাল অতিক্রম করে নাই এবং উক্ত পত্রিকার প্রকাশিত কপিসমূহ স্থানীয় সরকারী অফিসসমূহে হাতে হাতে সরবররাহ করা হয়ে থাকে এবং রাজবাড়ীর বাইরের অফিসসমূহে ডাকযোগে প্রেরণ করা হচ্ছে মর্মে তিনি(বাবু মল্লিক) দাবী করেছেন যা সঠিক নয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৩ অধিশাখার গত ১৬/১০/২০১৮ তারিখের পত্রে ২০১২ সাল হতে রাজবাড়ী জেলার সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটির কোন কপি উক্ত বিভাগে দাখিল করা হয়নি মর্মে উল্লেখ করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করা হয়। একই বিষয়ে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, রাজবাড়ী হতে গত ২৮/০৩/২০১৯ তারিখের ১০০৮/০৭-২০১৯(পত্রিকা) নং স্মারকে জানানো হয় যে, আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিক কর্তৃক সম্পাদিত/প্রকাশিত সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সংখ্যা জুলাই, ২০১২ হতে প্রতিবেদন দাখিলের তারিখ(২৮/৩/২০১৯) পর্যন্ত উক্ত কার্যালয়ে জমা দেওয়া হয়নি।
ছাপাখানা ও প্রকাশনা(ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ২৬ ধারার বিধান অনুসারে পত্রিকার কপি বিনামূল্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, রাজবাড়ীর কার্যালয়ে সরবরাহ করার নির্দেশনা থাকা সত্বেও জুলাই/২০১২ হতে তা সরবরাহ করা হচ্ছে না এবং যেহেতু উল্লিখিত দপ্তরসমূহের প্রতিবেদন মোতাবেক বাবু মল্লিক এর ১৬/০৭/২০১৮ তারিখের জবাবে স্থানীয় সরকারী অফিসসমূহে হাতে হাতে পত্রিকা সরবরাহ করা এবং রাজবাড়ীর বাইরের অফিসসমূহে ডাকযোগে প্রেরণ করার দাবীর সত্যতা প্রমাণিত হয়নি এবং প্রকাশক এর উক্ত দাবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তদন্তে সাক্ষীগণ কর্তৃক সমর্থিত হয়নি, যা ছাপাখানা ও প্রকাশনা(ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৯(৩)(খ) ধারার সুস্পষ্ট লংঘন।
যেহেতু, সাপ্তাহিক ‘‘অনুসন্ধান’’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর আবু রেজা আশরাফুল মাসুদ বাবু মল্লিকের জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ীর সম্মুখে গত ২৩/১১/১৯৮৭ তারিখের স্বাক্ষরিত ঘোষণাপত্র অনুযায়ী পত্রিকাটি ষ্টার প্রিন্টার্স, রাজবাড়ী থেকে মুদ্রিত এবং মল্লিক বাড়ী, ধুঞ্চি, রাজবাড়ী হতে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু প্রকাশকের দাবী অনুযায়ী পত্রিকাটি মল্লিক প্রেস এন্ড পাবলিশার্স, স্টেশন রোড, রাজবাড়ী হতে মুদ্রণ ও প্রকাশ করা হচ্ছে কি না, উক্ত প্রেস হতে পত্রিকাটি প্রকাশনার অনুমোদন আছে কি না এবং প্রেসটিতে অফসেট প্রিন্টার আছে কি না এ বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গত ২৭/০৩/২০১৯ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। তদন্তকারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম কর্তৃক বিষয়টি ৩১/০৩/২০১৯ তারিখে সরেজমিনে তদন্ত ও উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ পূর্বক ৩১/০৩/২০১৯ তারিখে দাখিলকৃত সচিত্র প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকাটি মল্লিক প্রেস এন্ড পাবলিশার্স থেকে ছাপা হচ্ছে না, উক্ত প্রেস হতে পত্রিকাটি প্রকাশের কোন অনুমোদন নেই এবং প্রেসটিতে প্রিন্ট করার উপযোগী/সচল প্রিন্টার দীর্ঘদিন যাবত নেই।
ঘোষণা প্রদত্ত পত্রিকার প্রকাশনা ৬মাসের অধিককাল বন্ধ থাকা এবং ঘোষণাপত্র অনুযায়ী নির্ধারিত প্রিন্টার্সে পত্রিকাটির মুদ্রণ না করা ও নির্ধারিত স্থান হতে প্রকাশ না হওয়ায় ছাপাখানা ও প্রকাশনা(ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৯(৩)(খ) এবং ১০ ধারা লংঘিত হওয়ায় জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার ঘোষণাপত্র বাতিল ঘোষণা করেন।
উক্ত বাতিলাদেশের অনুলিপি সচিব, জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা(দৃষ্টি আকর্ষণ ঃ উপসচিব, রাজনৈতিক-৩ অধিশাখা), সচিব, তথ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট(সকল), পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, রাজবাড়ী ও জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!