মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)’র আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আগামী ৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯।
বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া ও মিশরের খ্যাতনামা ক্বারীদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও শীর্ষস্থানীয় ওলামাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সম্মেলনে উপস্থিত থাকবেন।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন শুরু হয়েছিল শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহ. আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)’র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
এ বছর সম্মেলন আরম্ভ হবে সকাল ১০টায়। সকাল ১০টা থেকে আসরের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)’র সদস্য দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং ম’’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশী ও বিদেশী ছাত্রবৃন্দ।
ইকরা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, রাজধানী ঢাকায় ৮ই ফেব্রুয়ারী সম্মেলন শুরু হবে, যা পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং ২৩ তারিখ সম্মেলন শেষ হবে।
শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) গত বছরের ১৮ই এপ্রিল ইন্তেকালের পর এ বছর সম্মেলনে সভাপতিত্ব করবেন তার বড় পুত্র ইকরা’র বর্তমান সভাপতি এবং বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!