শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পিবিআই ফরিদপুরের অভিযানে রকেট প্রতারণা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুরের একটি টিম গতকাল ১৬ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে মনিরুল ইসলাম ওরফে লিটন(২২) নামের রকেট প্রতারণা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ওরফে লিটন ‘লিটন কম্পিউটার এন্ড টেলিকম সেন্টার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সে বিভিন্ন মোবাইল কোম্পানীর সিমের বিজ্ঞাপন এবং মেলা বসিয়ে কৌশলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ভুয়া একাউন্ট/প্রিপেইড সিম খুলে প্রতারণা করে আসছিল। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দেবাশীষ বিশ্বাস নামের এক ছাত্রের ফরিদপুরের কোতয়ালী থানায় দায়েরকৃত প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার দোকান থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার হার্ড ডিস্ক ২টি, ৯টি মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও ৫০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাঃ হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হলে সে ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক প্রতারণার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!